আজঃ বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, বসন্তকাল

আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে হামলার শিকার সহকারী কমিশনার, গাড়ি ভাঙচুর

প্রকাশিতঃ August 21st, 2022, 8:37 pm |


রাজনগর বার্তা রিপোর্ট : সিরাজগঞ্জের শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি)। এতে গুরুতর আহত হয়েছেন সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাঁকে ভর্তি করা হয়েছে।

আজ রোববার সকালে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিঘড় গ্রামে এ ঘটনা ঘটে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ‘কায়েমপুর ইউনিয়নের বলদিঘড় গ্রামে খাস খতিয়ানভুক্ত একটি ফসলি জমি আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্ধারণ করি। বিষয়টি জানার পর এলাকাবাসী ওই জায়গাটি খেলার মাঠ হিসেবে দাবি করে মানববন্ধন করে। পরে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে এলাকাবাসীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। খেলার মাঠের জন্য আরেকটি জায়গার বরাদ্দ দেওয়ার কথা হয়। এলাকাবাসী বিষয়টি মেনে নেয়। আশ্রয়ণ প্রকল্প নির্মাণের লক্ষ্যে আজ সকালে আমি ও এসি (ল্যান্ড) সরেজমিন পরিদর্শনে যাই। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে আমাদের ওপর হামলা চালায়। অতর্কিত হামলা চালিয়ে আমার গাড়ি ভাঙচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করলে এসির (ল্যান্ড) মাথা ফেটে যায়। দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এ ব্যাপারে জানতে চাইলে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘গ্রামবাসীর ছোড়া ইটের আঘাতে এসি (ল্যান্ড) আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’


এই বিভাগের আরো খবর

মতামত দিন

সম্পাদক ও প্রকাশকঃ
আক্তার হোসেন সাগর

ব্যবস্থাপনা সম্পাদকঃ
মোঃ শহীদ বকস

প্রধান উপদেষ্টাঃ
সৈয়দা জোহরা আলাউদ্দিন

উপদেষ্টা মণ্ডলীর সদস্যঃ
আকলু মিয়া চৌধুরী
এম. রহমান লতিফ

সম্পাদক কর্তৃক সেন্ট্রাল রোড, রাজনগর, মৌলভীবাজার থেকে প্রকাশিত ও প্রচারিত।
মোবাইলঃ ০১৭১৫-৪০৫১০৪
Email: [email protected] | [email protected] (সম্পাদক)


Developed by - Great IT
error: Content is protected !!