আজঃ মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

বিয়ে করতে গিয়ে বরের হাতে হাতকড়া!

প্রকাশিতঃ March 4th, 2022, 9:05 pm |


রাজনগর বার্তা রিপোর্ট : ঢাকার ধামরাইয়ে বাল্য বিয়ে করতে গিয়ে নববধূর হাত ধরার বদলে হাতকড়া পরতে হলো বরকে। তবে জরিমানার টাকা দিয়ে এ যাত্রায় রক্ষা পেয়েছেন তিনি। এদিকে প্রশাসনের বারণ সত্ত্বেও বিয়ের আয়োজন করায় মেয়ের বাবাকেও গুণতে হয়েছে মোটা অংকের জরিমানা।

শুক্রবার পৌরসভার তালতলা কমিশনার মোড় এলাকায় হঠাৎ বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী। এসময় বর ও কনে পক্ষকে জরিমানা করে পণ্ড করে দেন বাল্য বিয়ের আয়োজন।

জানা গেছে, পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রাজ্জাকের মেয়ে শামীমা আক্তার রিয়া হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। ১৮ বছর পূর্ণ না হলেও রাজ্জাক আয়োজন করে তার মেয়ের বিয়ে ঠিক করেন। টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দুনিগ্রামের শাহ আলমের ২৬ বছরের ছেলে সাজ্জাদুর রহমানের সঙ্গে বিয়ে ঠিক হয় রিয়ার।

 

বৃহস্পতিবার (৩ মার্চ) বাল্য বিয়ের আয়োজনের বিষয়টি জানাজানি হলে প্রশাসনের পক্ষ থেকে মেয়ের বাবাকে বিয়ে বন্ধ করতে বলা হয়। তারপরও আজ বিয়ের আয়োজন করা হয়।


এই বিভাগের আরো খবর

মতামত দিন

সম্পাদক ও প্রকাশকঃ
আক্তার হোসেন সাগর

ব্যবস্থাপনা সম্পাদকঃ
মোঃ শহীদ বকস

প্রধান উপদেষ্টাঃ
সৈয়দা জোহরা আলাউদ্দিন

উপদেষ্টা মণ্ডলীর সদস্যঃ
আকলু মিয়া চৌধুরী
এম. রহমান লতিফ

সম্পাদক কর্তৃক সেন্ট্রাল রোড, রাজনগর, মৌলভীবাজার থেকে প্রকাশিত ও প্রচারিত।
মোবাইলঃ ০১৭১৫-৪০৫১০৪
Email: [email protected] | [email protected] (সম্পাদক)


Developed by - Great IT
error: Content is protected !!