আজঃ মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

মজুরি বৃদ্ধির দাবিতে রাজনগরে চা-শ্রমিকদের কর্মবিরতি ও মানববন্ধন

প্রকাশিতঃ August 11th, 2022, 4:34 pm |


আক্তার হোসেন সাগর : বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ চা সংসদ এর মধ্যকার ২০২১-২০২২ সালের চা-শ্রমিকদের ৩০০টাকা মজুরী বৃদ্ধি সহ অন্যান্য চুক্তি বাস্তবায়নে মালিক পক্ষের কাল ক্ষেপনের প্রতিবাদে ঘোষিত ২ ঘণ্টা করে তিন দিনের কর্মবিরতির অংশ হিসেবে তৃতীয় দিনের মতো মানববন্ধন ও কর্মবিরতি পালন করছেন রাজনগরের মাথিউড়া চা বাগানের শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ কর্মবিরতি পালিত হয়। মাথিউড়া চা বাগান পঞ্চায়েত কমিটি ও চা শ্রমিকদের আয়োজনে গত মঙ্গলবার থেকে এ কর্মসূচি পালন করছে বাগানের শ্রমিকরা।

মাথিউড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুগ্রিম গৌড় এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও কর্মবিরতি শেষে ম্যানেজারের কার্যালয় সম্মুখে পর্যন্ত সংক্ষিপ্ত মিছিল করে চা শ্রমিকরা।

এসময় চা-শ্রমিক নেতারা বলেন, ২০২১ সালের ডিসেম্বরে শ্রমিকদের সংগঠন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন ও বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ চা সংসদ নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করার সিদ্ধান্ত হয়। কিন্তু চুক্তির ১৯ মাস অতিবাহিত হলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করেনি মালিকপক্ষ। চা-শ্রমিকরা এখনও ১২০ টাকা মজুরিতে কাজ করছেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়লেও চা শ্রমিকদের বেতন বাড়েনি। তাই তারা আন্দোলনে নেমেছেন। আজকের সন্ধ্যার মধ্যে বাগান মালিক পক্ষ থেকে সিন্ধান্ত না আসলে চা শ্রমিক ইউনিয়নের সিন্ধান্ত মোতাবেক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চা-শ্রমিক নেতারা। এছাড়াও হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী দূর্গাপূঁজার আগে শ্রমিকদের বকেয়া পাওনা ও নতুন বোনাস না দিলে এই ইউনিয়ন আর ভ্যালী মানবো না মাথিউড়া চা বাগান থেকে কঠোর আন্দোলন শুরু হবে।
সমাবেশে বক্তব্য রাখেন, চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুগ্রিম গৌড়, সাধারণ সম্পাদক রাম লাল সাধু, টেংরা ইউপি সদস্য সত্য নরায়ন নাইডু, নারী ইউপি সদস্য রাম দুলারী, জয় গৌড় প্রমুখ।


এই বিভাগের আরো খবর

মতামত দিন

সম্পাদক ও প্রকাশকঃ
আক্তার হোসেন সাগর

ব্যবস্থাপনা সম্পাদকঃ
মোঃ শহীদ বকস

প্রধান উপদেষ্টাঃ
সৈয়দা জোহরা আলাউদ্দিন

উপদেষ্টা মণ্ডলীর সদস্যঃ
আকলু মিয়া চৌধুরী
এম. রহমান লতিফ

সম্পাদক কর্তৃক সেন্ট্রাল রোড, রাজনগর, মৌলভীবাজার থেকে প্রকাশিত ও প্রচারিত।
মোবাইলঃ ০১৭১৫-৪০৫১০৪
Email: [email protected] | [email protected] (সম্পাদক)


Developed by - Great IT
error: Content is protected !!