আজঃ বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, বসন্তকাল

স্বপ্ন সুপার শপ, শ্রীমঙ্গল শাখায় চুরি হওয়ার ঘটনায় চার জন গ্রেপ্তার

প্রকাশিতঃ October 31st, 2022, 10:07 pm , |


 

সৈয়দ আমিনুল ইসলাম আল আমিন : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ সোমবার ( ৩১অক্টোবর) শ্রীমঙ্গল শহরের বিভিন্ন এলাকা হইতে “স্বপ্ন” সুপার শপ, শ্রীমঙ্গল শাখায় চুরি হওয়ার ঘটনায় জড়িত আসামী ১. মোঃ রাজন মিয়া (২২) পিতা-মোঃ কালা মিয়া, সাং-জালালিয়া রোড, ২। গোলাপ মিয়া ওরফে সৌরভ (২১) পিতা-মৃত আব্দুল রশিদ, ৩। মোঃ শরীফ হোসেন (২২) পিতা-মৃত বিল্লাল মিয়া, উভয় সাং-সোনার বাংলারোড, ৪। রবিউল ইসলাম (২৮) পিতা-মৃত ফুল মিয়া, সাং-শাপলাবাগ (শহিদ মিয়ার বাসারভাড়াটিয়া ) এদেরকে শ্রীমঙ্গল থানা পুলিশ গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত আসামী সবার বাড়ি শ্রীমঙ্গল থানা, জেলা মৌলভীবাজার, আসামীদের নিকট হইতে চুরি হওয়া নগদ (নয় হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

এছাড়াও শ্রীমঙ্গল শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া সসন্দেহভাজন আরো ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চুরির ঘটনা রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ কদর আলী টাওয়ারে “স্বপ্ন সুপার শপে” শনিবার (৩০অক্টোবর) দিবাগত রাতের কোন এক সময় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।সরেজমিন গিয়ে দেখা যায়,কদর আলী টাওয়ারে প্রবেশের বাম পাশে দুই বিল্ডিং এর মাঝখানে সরু গলির মাঝামাঝি অভিনব কায়দায় ৫ ইঞ্চি পুরো দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে চোর চক্র।

প্রবেশের পর সবগুলো সিসি ক্যামেরার লাইন ক্লোজ করে হার্ডডিস্ক-ডিভাইস আঁচরিয়ে ভেঙ্গে ফেলে ,পুরো শপিংমলে মালামাল তছনছ করে এবং ভিতরের অফিস রুমে থাকা ক্যাশ ভোল্ট (প্রায় ৫০০ কেজি ওজন সম্পন্ন ) ভেঙ্গে নগদ টাকা ও কাপড়ের দোকানের ক্যাশে থাকা নগদ টাকাসহ বিভিন্ন দামী মালামাল নিয়ে যায়।


এই বিভাগের আরো খবর

মতামত দিন

সম্পাদক ও প্রকাশকঃ
আক্তার হোসেন সাগর

ব্যবস্থাপনা সম্পাদকঃ
মোঃ শহীদ বকস

প্রধান উপদেষ্টাঃ
সৈয়দা জোহরা আলাউদ্দিন

উপদেষ্টা মণ্ডলীর সদস্যঃ
আকলু মিয়া চৌধুরী
এম. রহমান লতিফ

সম্পাদক কর্তৃক সেন্ট্রাল রোড, রাজনগর, মৌলভীবাজার থেকে প্রকাশিত ও প্রচারিত।
মোবাইলঃ ০১৭১৫-৪০৫১০৪
Email: [email protected] | [email protected] (সম্পাদক)


Developed by - Great IT
error: Content is protected !!