আজঃ মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

মৌলভীবাজারে তিন ডাকাত গ্রেপ্তার

প্রকাশিতঃ March 20th, 2023, 8:07 pm |


রাজনগর বার্তা রিপোর্ট : মৌলভীবাজারে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। রবিবার (১৯ মার্চ) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন জেলার বড়লেখা থানার মিহারী গ্রামের নকুল দাস (৪২), কমলগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের মো. জসিম উদ্দিন (৩২) ও একই উপজেলার লালাপুর গ্রামের হাফিজ মিয়া (৩৯)।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম সোমবার (২০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার রাতে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের মাসুরা (বড়বাড়ি) গ্রামের বাসিন্দা আবদুল হকের বাড়িতে ডাকাত দল হানা দেয়। এ সময় তারা গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে আবদুল হক ও তার পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় আবদুল হক বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র‍্যাব ডাকাতদের ধরতে অভিযান শুরু করে। প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতদের অবস্থান শনাক্ত করে রবিবার রাতে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

তাদের বিরুদ্ধে সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় অস্ত্র, চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর

মতামত দিন

সম্পাদক ও প্রকাশকঃ
আক্তার হোসেন সাগর

ব্যবস্থাপনা সম্পাদকঃ
মোঃ শহীদ বকস

প্রধান উপদেষ্টাঃ
সৈয়দা জোহরা আলাউদ্দিন

উপদেষ্টা মণ্ডলীর সদস্যঃ
আকলু মিয়া চৌধুরী
এম. রহমান লতিফ

সম্পাদক কর্তৃক সেন্ট্রাল রোড, রাজনগর, মৌলভীবাজার থেকে প্রকাশিত ও প্রচারিত।
মোবাইলঃ ০১৭১৫-৪০৫১০৪
Email: [email protected] | [email protected] (সম্পাদক)


Developed by - Great IT
error: Content is protected !!