আজঃ বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, বসন্তকাল

রাজনগরে চোখে মরিচের গুড়া ছিটিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

প্রকাশিতঃ January 15th, 2023, 2:24 am |


আক্তার হোসেন সাগর : দোকান বন্ধ করে বাড়ী ফেরার সময় চোখে মরিচের গুড়া ছিটিয়ে সামাদ খান (৩৫) নামের এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর মসজিদের মাইকে এলাকায়  ডাকাত ঢুকছে বলে মাইকিং করলে এলাকায় আতংক ছড়িয়ে পরে। ঘটনাস্থলে পুলিশ আসলে ছিনতাইয়ের ঘটনা বলে জানা যায়।

মৌলভীবাজারের রাজনগরে শনিবার (১৫ জানুয়ারি ) রাত সাড়ে ১২ টার দিকে রাজনগর-খারপাড়া সড়কের খারপাড়া গ্রামের খান মঞ্জিল নামক বাসার  সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সামাদ খান (৩৫) রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের মৃত আব্দু রহিম খানের  ছেলে। তিনি পার্শ্ববর্তী রাজনগর বাজারে ডিলারশীপ ও খান ব্রাদার্স নামক মুদি দোকানের ব্যবসা করেন।

স্থানীয়রা জানান, সামাদ খান দোকান বন্ধ করে  বাড়ি আসছিল। বাড়িতে যাওয়ার পথে খান মঞ্জিল নামক বাসার সামনে গেলে বিপরীত দিক থেকে আসা ছিনতাইকারী তাকে বেদম মারপিট শুরু করে।
এসময় মারপিটে বাধা দিলে সামাদ খানের চোখে-মুখে মরিচের গুড়া ছিটিয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। পরে  স্থানীয়রা উদ্ধার করে তাকে বাড়িতে গেলে সারা শরীরের মরিচের গুড়া থাকায় চিকিৎসার জন্য রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সামাদ খানের বড়ভাই ফারুক খান বলেন,‘ আমার ভাই ডিলারশীপ ব্যবসা করে বিভিন্ন কোম্পানির মালামাল বিক্রয় পর বিক্রয় প্রতিনিধিগন টাকা তার কাছে জমা করেন, কত টাকা ব্যাগে ছিলো সে সুস্থ না হলে জানা যাবে না।  ছিনতাইকারী তার কাছে থাকা টাকাগুলো ছিনিয়ে নিয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে রাজনগর থানার পরিদর্শক  (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ব্যাবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনার স্থানে পুলিশ সদস্যদের নিয়ে আমি পরিদর্শন করেছি। ব্যবসায়ীর সাথে কথা বলছি। রের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা ডাকাতির ঘটনয় নয় চিনতাইয়ের ঘটনা ঘটছে৷ এখানে একজন ছিনতাইকারী ছিলো।


এই বিভাগের আরো খবর

মতামত দিন

সম্পাদক ও প্রকাশকঃ
আক্তার হোসেন সাগর

ব্যবস্থাপনা সম্পাদকঃ
মোঃ শহীদ বকস

প্রধান উপদেষ্টাঃ
সৈয়দা জোহরা আলাউদ্দিন

উপদেষ্টা মণ্ডলীর সদস্যঃ
আকলু মিয়া চৌধুরী
এম. রহমান লতিফ

সম্পাদক কর্তৃক সেন্ট্রাল রোড, রাজনগর, মৌলভীবাজার থেকে প্রকাশিত ও প্রচারিত।
মোবাইলঃ ০১৭১৫-৪০৫১০৪
Email: [email protected] | [email protected] (সম্পাদক)


Developed by - Great IT
error: Content is protected !!