আজঃ বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, বসন্তকাল

রাজনগরে বছরের প্রথম দিনে বই উৎসব অনুষ্ঠিত

প্রকাশিতঃ January 1st, 2023, 3:35 pm |


আক্তার হোসেন সাগর : “বঙ্গবন্ধুর দর্শন শিক্ষার উন্নয়ন, শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ”এই প্রতিপাদ্য সামনে নিয়ে মৌলভীবাজারের রাজনগরে সারা দেশের ন্যায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

রোববার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা শিক্ষক কল্যাণ ভবনে রাজনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে নতুন বই তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খান ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ মোঃ নেয়ামত উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ ইউনুস, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ মাহমুদ হোসাইন, রাজনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা দপ্তর থেকে পাওয়া তথ্য মতে এ বছর প্রাথমিক পর্যায়ের ১৪০টি সরকারি, এনজিও সংস্থ্যার ২ টি এবং ৫৮টি কিন্ডার গার্ডেন বিদ্যালয়ের মোট ৭০ হাজার ৮ শত এবং মাধ্যমিক পর্যায়ের ১৮ টি বিদ্যালয় ও ৩ টি মাদ্রাসার ও ৩ টি ভোকেশনাল বিদ্যালয়ের মোট চার হাজার জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ কারা হয়।


এই বিভাগের আরো খবর

মতামত দিন

সম্পাদক ও প্রকাশকঃ
আক্তার হোসেন সাগর

ব্যবস্থাপনা সম্পাদকঃ
মোঃ শহীদ বকস

প্রধান উপদেষ্টাঃ
সৈয়দা জোহরা আলাউদ্দিন

উপদেষ্টা মণ্ডলীর সদস্যঃ
আকলু মিয়া চৌধুরী
এম. রহমান লতিফ

সম্পাদক কর্তৃক সেন্ট্রাল রোড, রাজনগর, মৌলভীবাজার থেকে প্রকাশিত ও প্রচারিত।
মোবাইলঃ ০১৭১৫-৪০৫১০৪
Email: [email protected] | [email protected] (সম্পাদক)


Developed by - Great IT
error: Content is protected !!