আজঃ মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

শ্রীমঙ্গলে পিতৃ পরিচয় পেতে দ্বারে দ্বারে ঘুরছে ৩টি শিশু

প্রকাশিতঃ February 11th, 2023, 10:02 pm |


স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের তিন ভাই বোন তাদের পিতার স্বীকৃতি পেতে দ্বারে দ্বারে হাঁটছে।  জন্ম নিবন্ধের কার্ডে পিতার নাম ব্যবহার করতে পিতার আপত্তি থাকায় স্কুলে ভর্তির ব্যাপারে বিপাকে পড়েছে কোমল মতি বাচ্ছারা। তারা জানেনা তাদের অপরাধ কোথায়? মা বাবার বিবাহ বিচ্ছেদের পর তারা মামার বাড়িতে বৃদ্ধ নানী ফুলবান বেগমের নিকট অবস্থান করছে। জীবিকার তাগিদে মা রোকেয়া বেগম প্রবাসে আছেন। পিতা তার সম্পদ না দেওয়ার মতলবে সন্তানদেরে অস্বীকার করে যাচ্ছেন। জানাযায়, কালাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সিরাজ মিয়া পশ্চিম আলিশারকুল মৃত আরজু মিয়ার মেয়ে রোকেয়া বেগমকে বিয়ে করে ২০০৩ সালে। তার ঔরসজাত ছাদেক মিয়া(১৩), সাদিয়া আক্তার(১৮), মিনারা বেগম(১৬) নামে ৩ সন্তান রয়েছে। এরপূর্বে সিরাজ মিয়া একটি বিয়েও করেছিলেন। প্রথম স্ত্রীর প্রয়োরোচায় সিরাজ মিয়া তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। অন্যদিকে কোমল মতি শিশু সন্তানকে অস্বীকার করে। তিনটি কোমলমতি শিশুরা স্কুলে ভর্তির ব্যাপারে পড়েছে বিপাকে। কালাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য স্কুলে ভর্তির জন্য জন্ম নিবন্ধন কার্ড তৈরী করে দিলেও আগামীতে এই শিশুরা মারাত্নক সমস্যায় পড়বে বলে অভিজ্ঞ মহল মনে করেন। এ ব্যাপারে কালাপুর ইউনিয়নের বাসিন্দা সিরাজ মিয়ার সাথে আমাদের প্রতিনিধি ঘটনার সত্যতা জানতে গেলে তিনি সত্যতা স্বীকার করে বলেন হা ৩ টি বাচ্চা আমার ঠিক আছে তবে এই তিনটি সন্তান এখন আমি চাইনা তাদের মা তিনটি বাচ্চাকে নিয়ে গেছে এখন আমি কিছু করতে পারবো না,   সিরাজ মিয়ার প্রথম স্ত্রী আমাদের প্রতিনিধিকে বলেন সম্পদ কিছুই পাবে না ওই তিন ছেলে মেয়ে এদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দেবো না।   তিনটি সন্তান সবার কাছে সহযোগিতা ও   মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করে আকুল আবেদন জানায় তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য।

এই বিভাগের আরো খবর

মতামত দিন

সম্পাদক ও প্রকাশকঃ
আক্তার হোসেন সাগর

ব্যবস্থাপনা সম্পাদকঃ
মোঃ শহীদ বকস

প্রধান উপদেষ্টাঃ
সৈয়দা জোহরা আলাউদ্দিন

উপদেষ্টা মণ্ডলীর সদস্যঃ
আকলু মিয়া চৌধুরী
এম. রহমান লতিফ

সম্পাদক কর্তৃক সেন্ট্রাল রোড, রাজনগর, মৌলভীবাজার থেকে প্রকাশিত ও প্রচারিত।
মোবাইলঃ ০১৭১৫-৪০৫১০৪
Email: [email protected] | [email protected] (সম্পাদক)


Developed by - Great IT
error: Content is protected !!