আজঃ বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, বসন্তকাল

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

প্রকাশিতঃ December 8th, 2022, 8:49 pm |


শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের অলিগলিতে ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায়  দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দিনব্যাপী শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়ার নেতৃত্বে উপজেলা নিবার্হী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিটুন, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার ও অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার এসব ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়।

 

শ্রীমঙ্গল শহরের নতুনবাজার, পোষ্টঅফিস রোড, হবিগঞ্জ রোড, পুরানবাজার, স্টেশন রোড এলাকায় সড়কের পাশে গড়ে উঠা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।

এই অভিযানকে পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বাগত জানান এবং এ অভিযান অব্যাহত থাকে।

শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু বলেন,পর্যটন নগরী শ্রীমঙ্গল শহরের সৌন্দর্য ও ফুটপাত দখলমুক্ত রাখতে সবার সহযোগিতা এবং সচেতনতা কামনা করেন।

 

এ ব্যাপারে তার কোন দূর্বলতা নেই, ফুটপাত যারা দখল করবে তাদের বিরুদ্ধে প্রশাসনের প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।


এই বিভাগের আরো খবর

মতামত দিন

সম্পাদক ও প্রকাশকঃ
আক্তার হোসেন সাগর

ব্যবস্থাপনা সম্পাদকঃ
মোঃ শহীদ বকস

প্রধান উপদেষ্টাঃ
সৈয়দা জোহরা আলাউদ্দিন

উপদেষ্টা মণ্ডলীর সদস্যঃ
আকলু মিয়া চৌধুরী
এম. রহমান লতিফ

সম্পাদক কর্তৃক সেন্ট্রাল রোড, রাজনগর, মৌলভীবাজার থেকে প্রকাশিত ও প্রচারিত।
মোবাইলঃ ০১৭১৫-৪০৫১০৪
Email: [email protected] | [email protected] (সম্পাদক)


Developed by - Great IT
error: Content is protected !!