আজঃ বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, বসন্তকাল

শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ নারীসহ গ্রেফতার ৯

প্রকাশিতঃ December 5th, 2022, 8:50 pm |


সৈয়দ সিরাজুল ইসলাম হাসানঃ  শ্রীমঙ্গলে শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযানকালে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৩নারী ও ৪ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও পুলিশের পৃথক দুটি অভিযানে আরো দুই আসামি গ্রেপ্তার হয়।
রোববার রাতে শ্রীমঙ্গল থানার এসআই আনোয়ারুল ইসলাম পাঠানের নেতৃত্বে পুলিশ শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৩ নারীসহ ৭ জনকে আটক করেন। পুলিশের আরো দুটি অভিযানে এক মাদক কারবারি ও এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার হয়।
আবাসিক হোটেল থেকে আটককৃতরা হলেন,  হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মোঃ অলিউর রহমান আনহার (২৩), চুনারুঘাট উপজেলার মো: মুহিত মিয়া (২১), বাহুবল উপজেলার মো: জসিম উদ্দিন (২৪), মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালার মো: রেজাউর রহমান, ঢাকার যাত্রাবাড়ী এলাকার নাছিমা আক্তার তুহিন, কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার জহুরা আক্তার (২২), ঢাকা যাত্রাবাড়ী থানার মৃধাবাড়ী এলাকার জেরিন আক্তার জুবলী (৩০), হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মাগুরউন্ডা গ্রামের শারমিন আক্তার (১৯)। শ্রীমঙ্গল থানার অভিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সর্দার জানান, আটককৃদের আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়। তাদের ফৌজদারি  কাঃ বিঃ ৫৪ ধারা মোতাবেক গ্রেফতার করে পেনাল কোডের ২৯০ ধারা প্রসিকিউশন দাখিল পূর্বক সোমবার ৫ ডিসেম্বর সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানা পুলিশের অন্য দুটি অভিযানে এসআই জাকির হোসেন অভিযান চালিয়ে কালীঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা বাগান কালীবাড়ি রোড থেকে ৬০লিটার দেশীয় চোলাই মদসহ উজ্জল হাজরা (৩২) নামের এক মাদক কারবারি ও শ্রীমঙ্গল থানার এসআই মো: জামাল উদ্দিন অভিযান চালিয়ে মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রাম থেকে ১১পিছ ইয়াবাসহ সন্তোষ কুমার দাস (২২) নামের আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।
এছাড়াও শ্রীমঙ্গল থানার এএসআই জীবন বাকতি অভিযান চালিয়ে উপজেলার রাজঘাট চাবাগান থেকে জিআর-১৭৫/২২ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত পলাতক আসামি কৃষ্ণ বাউরিকে গ্রেপ্তার করেন। আটককৃতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় আইনী প্রক্রিয়া শেষে সোমবার ৫ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান।

এই বিভাগের আরো খবর

মতামত দিন

সম্পাদক ও প্রকাশকঃ
আক্তার হোসেন সাগর

ব্যবস্থাপনা সম্পাদকঃ
মোঃ শহীদ বকস

প্রধান উপদেষ্টাঃ
সৈয়দা জোহরা আলাউদ্দিন

উপদেষ্টা মণ্ডলীর সদস্যঃ
আকলু মিয়া চৌধুরী
এম. রহমান লতিফ

সম্পাদক কর্তৃক সেন্ট্রাল রোড, রাজনগর, মৌলভীবাজার থেকে প্রকাশিত ও প্রচারিত।
মোবাইলঃ ০১৭১৫-৪০৫১০৪
Email: [email protected] | [email protected] (সম্পাদক)


Developed by - Great IT
error: Content is protected !!