সিলেট-সুনামগঞ্জে বিদ্যুৎহীন দুই লক্ষাধিক গ্রাহক, বিপর্যয়ে মোবাইল নেটওয়ার্ক
প্রকাশিতঃ June 18th, 2022, 12:27 am |
রাজনগর বার্তা রিপোর্ট : সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে শহরে অনবরত ঢুকছে পানি। পানি বৃদ্ধি পেয়ে শহরের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এই অবস্থায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। সিলেটের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যে কোন সময় পুরো সিলেট শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে সিলেট নগরীর অর্ধলক্ষাধিক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে সুনামগঞ্জ জেলার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। জেলার সব উপজেলায় ভয়াল গ্রাস করেছে বন্যা। সেখানেও ভয়াবহ বিপর্যস্ত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। সেইসঙ্গে দেখা দিয়েছে মোবাইল নেটওয়ার্ক বিপর্যয়। সুনামগঞ্জের কয়েকটি উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন গেল দুইদিন ধরে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, সিলেট বিভাগের ৪ জেলায় তাদের প্রায় সাড়ে ৪ লাখ গ্রাহক আছেন। তার মধ্যে সিলেট জেলার ১ লাখ এবং সুনামগঞ্জের ৯০ হাজার গ্রাহক এখন বিদ্যুৎহীন অবস্থায় আছেন।
সিলেটের দক্ষিণ সুরমাস্থ বরইকান্দি উপকেন্দ্রে পানি উঠে যাওয়ায় বৃহস্পতিবার বিকেল থেকেই দক্ষিণ সুরমা উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। উপশহর উপকেন্দ্রেও পানি উঠেছে। ফলে ওই উপকেন্দ্রের আওতাধীন তিনটি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পানি বৃদ্ধি পেলে পুরো উপকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিউবো কর্মকর্তারা।
এদিকে, বৃহস্পতিবার থেকে পানি উঠতে শুরু করে কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে। শুক্রবার পানি বেড়ে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। এই উপকেন্দ্র থেকে পুরো সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে পানি ঢুকার খবর পেয়ে গতকাল শুক্রবার ছুটে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বিউবো কর্মকর্তা ও প্রকৌশলীদের সাথে আলোচনা করে বিদ্যুৎকেন্দ্রের চার পাশে বাঁধ দিয়ে সেচের মাধ্যমে পানি নিষ্কাশনের উদ্যোগ নেন। এরপর বিদ্যুৎকেন্দ্র রক্ষার কাজে নামে সেনাবাহিনী। বালু ও মাটিভর্তি বস্তা দিয়ে পানি আটকানো ও সেচ দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করা হচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী আবদুল কাদির জানিয়েছেন, কুমারগাঁও থেকে বিভিন্ন সাবস্টেশনের মাধ্যমে পুরো সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ করে দিতে হবে। এতে পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে। তবে সেনাবাহিনী ও সিটি করপোরেশনের সহযোগিতায় বিদ্যুৎকেন্দ্রটি চালু রাখার চেষ্টা চালানো হচ্ছে।
আবদুল কাদির আরও জানান, বর্তমানে বরইকান্দিস্থ উপকেন্দ্রটিতে পানি উঠে পড়ায় পুরো দক্ষিণ সুরমায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া নগরীর উপশহর উপকেন্দ্রে পানি ওঠায় ৩টি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সবমিলিয়ে সিলেট নগরীর প্রায় ৫৫ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন বলে জানান তিনি।
এদিকে, বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে ও তাঁর ছিড়ে যাওয়ায় বন্যা আক্রান্ত উপজেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এসব উপজেলাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
সুনামগঞ্জে বিদ্যুতের কারণে নেটওয়ার্কের সমস্যায় ঠিকমত কাজ করছে না মোবাইল ফোনও। সংশ্লিষ্ট এলাকাগুলোতে মোবাইল নেটওয়ার্ক না থাকায় বন্যার্তরা কথা বলতে পারছেন না, ইন্টারনেট ব্যবহার করতে পারছে না। সিলেট ও সুনামগঞ্জের হাওর এলাকায় অবস্থা সবচেয়ে বেশি খারাপ বলে জানা গেছে।
বিভিন্ন মুঠোফোন কোম্পানীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তাদের কর্মীরা বিভিন্ন জায়গায় পোর্টেবল জেনারেটর (বহনযোগ্য) পৌঁছে মোবাইল টাওয়ার সচল রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
এদিকে ছাতক ও সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্র পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে। প্রতিমন্ত্রী সিলেট অঞ্চলের বিদ্যুৎ গ্রাহকদের ধৈর্য ধরার অনুরোধ করেন। তিনি বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ামাত্র পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হবে।
-
June 1, 2023 | 10:14 pm
রাজনগর বার্তা রিপোর্ট : কোভিড ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট চলছে। এর প্রভাবে বাংলাদেশের রপ্তানি, প্রবাসী আয় কমেছে। বিস্তারিত...
-
June 1, 2023 | 10:07 pm
রাজনগর বার্তা রিপোর্ট : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে প্রচারণা চালাতে যুক্তরাজ্য থেকে সিলেটে বিস্তারিত...
-
May 31, 2023 | 9:19 pm
আক্তার হোসেন সাগর : মৌলভীবাজারের রাজনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় দিবসটি বিস্তারিত...
-
May 31, 2023 | 5:21 pm
আক্তার হোসেন সাগর : মৌলভীবাজারের রাজনগরে ‘উপজেলা উন্নয়ন তহবিল (রাজস্ব উদ্বৃত্ত) ২০২২-২৩ অর্থ বছরের আওতায় উপজেলার হোটেল রেস্তোরায় কর্মরত বিস্তারিত...
-
May 29, 2023 | 10:26 pm
আক্তার হোসেন সাগর : মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৫ নং রাজনগর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বিস্তারিত...
-
May 23, 2023 | 3:23 pm
রাজনগর বার্তা রিপোর্ট : সিলেটসহ দেশের ১৫ অঞ্চলের উপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিস্তারিত...
-
May 23, 2023 | 3:12 pm
আক্তার হোসেন সাগর : মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে অবৈধভাবে আমদানিকৃত ১১০০ কেজি ভারতীয় চিনিসহ ফাহিম আহমেদ (২৩) বিস্তারিত...
-
May 23, 2023 | 2:59 pm
রাজনগর বার্তা রিপোর্ট : রাজশাহীতে যেকোনো পদযাত্রা কর্মসূচি নিষিদ্ধ করেছে পুলিশ। সিটি নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিস্তারিত...
-
May 23, 2023 | 1:06 pm
আক্তার হোসেন সাগর : মৌলভীবাজার জেলা গোয়েন্দা (ডিবি) শাখার বিশেষ অভিযানে ২২৫ পিস ইয়াবাসহ ইমন মিয়া (২২) নামে এক বিস্তারিত...
-
May 22, 2023 | 10:23 pm
আক্তার হোসেন সাগর : মৌলভীবাজারের রাজনগর থানা-পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১২ জুয়ারিকে আটক করা হয়েছে। বিস্তারিত...
মতামত দিন