আজঃ মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

স্বামীকে বেঁধে সামনেই নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

প্রকাশিতঃ February 5th, 2023, 9:01 pm |


রাজনগর বার্তা রিপোর্ট :  চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ইউপি সদস্যের বিরুদ্ধে স্বামীকে বেঁধে তাঁর সামনে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী নগরীর একটি কারখানার শ্রমিক।

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ নম্বরে খবর পেয়ে নারী শ্রমিক ও তাঁর স্বামীকে উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত ইউপি সদস্য হলেন মো. রবিন। তিনি উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। এর আগে ওই ইউপি সদস্য মদ খেয়ে মসজিদে মুসল্লির ওপর হামলা করে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারী ও তার স্বামীকে উদ্ধার করি।’ এ সময় ধর্ষণের প্রাথমিক আলামত পান বলে জানান তিনি।

মো. হারুনুর রশিদ আরও বলেন, ‘পরে ধর্ষিতা ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’ এর পাশাপাশি এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে কারখানার উদ্দেশ্যে স্বামীর সঙ্গে বের হন ওই নারী শ্রমিক। তাঁরা কেশবপুর এলাকায় পৌঁছালে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রবিন ও তাঁর ৪-৫ জন সহযোগী তাদের গতিরোধ করেন। এ সময় তারা জোরপূর্বক নারী শ্রমিক ও তাঁর স্বামীকে ধরে ইউপি সদস্যের একটি ঘরে নিয়ে যান।

পরে স্বামীকে মারধরের পাশাপাশি তাঁর টাকা, মোবাইল, অলংকার ছিনিয়ে নেয়। তাঁকে প্রাণনাশের ভয়ভীতি দেখানোর পাশাপাশি বেঁধে রেখে তাঁর সামনে স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে ওই নারীর অনুরোধে তাকে ফোন ফিরিয়ে দিলে ধর্ষিতা কৌশলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করে তাদের উদ্ধারে পুলিশের সহায়তা চান।

খবর পেয়ে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ ঘটনাস্থল থেকে ধর্ষিতা নারী ও তাঁর স্বামীকে উদ্ধার করে। তবে পুলিশ আসার আগেই ইউপি সদস্য ও তার সহযোগীরা পালিয়ে যান। এ সময় ধর্ষণের প্রাথমিক আলামত পান তিনি। পরে ধর্ষিতা নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করেন।

এ বিষয়ে সোনাইছড়ির ইউপি চেয়ারম্যান মো. মুনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘ইউপি সদস্য রবিনের এ ঘটনায় তিনি দারুণভাবে মর্মাহত। তার এই ন্যক্কারজনক ঘটনা সত্যিই উদ্বেগের।’

মো. মুনির হোসেন আরও বলেন, ‘রবিন প্রায় সময় নেশা করে মাতলামি করে। এর আগেও সে মাতাল অবস্থায় মুসল্লির ওপর হামলাসহ নানা নানা ধরনের অপকর্ম করেছে। বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর ফোন পেয়ে ধর্ষিতা নারী ও তাঁর স্বামীকে উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ধর্ষণকারী ইউপি সদস্যকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

এদিকে এ অভিযোগের বিষয়ে জানতে ইউপি সদস্য রবিনের মুঠোফোনে কয়েকবার ফোন দিয়ে নম্বরটি বন্ধ পাওয়া যায়।


এই বিভাগের আরো খবর

মতামত দিন

সম্পাদক ও প্রকাশকঃ
আক্তার হোসেন সাগর

ব্যবস্থাপনা সম্পাদকঃ
মোঃ শহীদ বকস

প্রধান উপদেষ্টাঃ
সৈয়দা জোহরা আলাউদ্দিন

উপদেষ্টা মণ্ডলীর সদস্যঃ
আকলু মিয়া চৌধুরী
এম. রহমান লতিফ

সম্পাদক কর্তৃক সেন্ট্রাল রোড, রাজনগর, মৌলভীবাজার থেকে প্রকাশিত ও প্রচারিত।
মোবাইলঃ ০১৭১৫-৪০৫১০৪
Email: [email protected] | [email protected] (সম্পাদক)


Developed by - Great IT
error: Content is protected !!