
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা ও সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সংশ্লিষ্টদের সাথে বড়লেখা থানা পুলিশ এই মতবিনিময় সভা ও সামাজিক সম্প্রীতি সভার আয়োজন করে।
থানা হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়ারদৌস হাসান।
থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান (পিপিএম)-এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা পূজা উদযাপন কমিটির সভাপতি বিধান চন্দ্র দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিবেকানন্দ দাস নান্টু, বড়লেখা ইমাম মুয়াজ্জিম সমিতি সহ-সভাপতি মাওলানা ফয়জুল বারী, বড়লেখা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন, শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) নব গোপাল দাস, তালিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ।
সভায় বড়লেখা থানা এলাকার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।