Logo

বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত:রবিবার ১৮ জুন ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | ১৯০০জন দেখেছেন
রাজনগর বার্তা রিপোর্ট ::

Image

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার সুরমা, যাদুকাটা, কুশিয়ারা, ভোলাই, পাকলিসহ সব নদনদীর পানি বাড়ছে। 

রোববার (১৮ জুন) দুপুর পর্যন্ত সুরমা নদীর পানি সুনামগঞ্জের ছাতক পয়েন্টে বিপৎসীমার শূন্য দশমিক ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদ-নদীতে পানি বৃদ্ধির কারণে ছাতক, দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে।


দুপুরে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা এ তথ্য নিশ্চিত করেছেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ১৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। নদীতে এখনও পানি বাড়ছে। তবে গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০০ মিলিমিটার।

প্রকৌশলী শামসুদ্দোহা জানান, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। রোববার সকালে ছাতক পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে ভারতের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে সুনামগঞ্জে বন্যা হতে পারে।

স্থানীয়রা জানিয়েছেন, পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে অনেক এলাকায় নদীর পানি প্রবেশ করতে শুরু করেছে। জেলার তাহিরপুর উপজেলার শক্তিয়ার খোলা এলাকার এক কিলোমিটার সড়ক যাদুকাটা নদীর পানিতে প্লাবিত হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড আরও জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এই নদীর পানি ছাতক উপজেলায় বিপৎসীমার মাত্র ৭০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।


আরও খবর

সুনামগঞ্জের ৫টি আসনে বিজয়ী যারা

রবিবার ০৭ জানুয়ারী ২০২৪





এই সম্পর্কিত আরও খবর

সুনামগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একাই শ্রদ্ধা জানালেন মেয়র

সুনামগঞ্জের ৫টি আসনে বিজয়ী যারা

সুনামগঞ্জ দিয়ে জেলা প্রশাসক বদলি শুরু

দ্বাদশ সংসদ নির্বাচন : সিলেটের ১৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী যারা

সুনামগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে রণক্ষেত্র

ডক্টর মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসা গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য মনোনীত

সুনামগঞ্জে কাঁঠালের নিলাম নিয়ে সংঘর্ষ: ৬ দিন পর দুই মামলা, আসামি ১৬৩

সুনামগঞ্জে কমেছে নদ-নদীর পানি

সুনামগঞ্জ হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবে তিন ভাই-বোনের মৃত্যু

সুনামগঞ্জে বন্যা আতঙ্কে ২০ লাখ মানুষ