হবিগঞ্জের মাধবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাধন সাওতাঁলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার জগদীশপুর চা বাগান এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাধন সাওতাল জগদীশপুর চা বাগান এলাকার লেবামারা এলাকার মৃত বীরবল সাঁওতালের ছেলে।
পুলিশ জানায়, ২০০৬ সালে দাদনের টাকা নিয়ে সাধনের সাথে ঝগড়া হয় জগদীশপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে ইউনুস মিয়ার। এক পর্যায়ে সাধন সাঁওতাল দাদন ব্যবসায়ী ইউনুছকে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে। পরে এ ঘটনায় সাধন সাওতাঁল (৪০)কে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত একমাত্র আসামী সাধন সাঁওতালকে যাবজ্জীবন সাঁজা ও ৫০ হাজার টাকা জরিমানা রায় দেন। রায় ঘোষনার পর থেকেই পলাতক ছিল সাধন সাওতাল।
মাধবপুর থানার (ওসি) মোঃ রাকিবুল ইসলাম খাঁন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাধন সাওতাঁলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।