ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কাপ-পিরিচ প্রতীকে ২০ হাজারের বেশি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কিশোর রায় চৌধুরী মনি।
নিকটতম প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক আনারস প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৪০০ ভোট।