Logo

কমলগঞ্জ চোরাই মালসহ চোর চক্রের ৫ জন গ্রেফতার

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | ৮০০জন দেখেছেন
রাজনগর বার্তা রিপোর্ট ::

Image

মৌলভীবাজারের কমলগঞ্জে চোরাই মালসহ সক্রিয় চোর চক্রের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাতে চুরির ঘটনায় জড়িতদের পুলিশের অভিযান পরিচালনা করে আটক করা হয়। 


জানা যায়, দক্ষিন কানাইদেশীর সোরাব মিয়ার ছেলে রাজু আহমেদ প্রকাশ জাহান মিয়া (২৩)কে গ্রেফতার করার পর চুরি হওয়া বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত তার সহযোগী আসামী পূর্ব জালালপুরের কনা মিয়ার ছেলে জসিম মিয়া (৪৭), হাসন মিয়ার ছেলে ওয়াহিদ মিয়া (৪০), আজিজুল রহমানের ছেলে আব্দুল লতিফ (৩৯) ও দক্ষিন কানাইদেশীর তাজ উদ্দিনের ছেলে শাকিল আহমদ (২২)কে গ্রেফতার করা হয়। 



আসামীদের জিজ্ঞাসাবাদ করিয়া চুরি যাওয়া ৪ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দোল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগন ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। চোরচক্র বিভিন্ন এলাকায় চুরি করে থাকে বলে জানা যায়। উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর রাতে ইসলামপুর ইউনিয়নের উত্তর গুলের হাওর (ভদ্রগাঁও) গ্রামে অজ্ঞাতনামা কয়েকজন চোর একটি বাড়ীতে প্রবেশ করে ঘরের ভিতরে থাকা মুল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। উক্ত চুরির ঘটনার বিষয়ে চুরির মামলা রুজু হয়। 


কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আরও খবর




এই সম্পর্কিত আরও খবর

কমলগঞ্জে টানা বর্ষনে ও পাহাড়ি ঢলে বন্যা, পানি ব-ন্দী মানুষ

১৩ ঘন্টা পর শ্রীমঙ্গল-কমলগঞ্জ রুটে যান চলাচল স্বাভাবিক

শ্রীমঙ্গল পৌর মেয়রকে গ্রেফতারে র দাবিতে কমলগঞ্জে বিক্ষোভ

মৌলভীবাজারের কমলগঞ্জের এক ব্যক্তির পায়ুপথ দিয়ে ঢুকে যায় কুঁচিয়া

কমলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে মুহরি তালাকের খবর দেওয়ার পর যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লাউয়াছড়া বনে প্রাণীদের খাবার পানির তীব্র সংকট

কমলগঞ্জে পনেরো গ্রামের কয়েক হাজার মানুষ পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকোঃ ব্রিজ নির্মাণের দাবী

শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন আমিরাতের ব্যবসায়ী এম.এ. কুদ্দুস খাঁ মজনু