Logo


কুলাউড়ায় ১০ বছর ধরে আত্মগোপনে ডাকাত সর্দার, অতঃপর...

রাজনগর বার্তা রিপোর্ট ::
প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | ২৭১জন দেখেছেন
Image

মৌলভীবাজারের কুলাউড়া থানাপুলিশের বিশেষ অভিযানে পলাতক ডাকাত সর্দার ইমরান হোসেন ওরফে এমরানকে গ্রেপ্তার করা হয়েছে।
 গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। এমরান উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামের কুটি মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, এমরান প্রায় ১০ বছর যাবত পালিয়ে কুমিল্লা, ফেনী, চট্রগ্রাম, কক্সবাজার জেলাসহ বিভিন্ন এলাকায় অবস্থান করছিলো। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার জেলার রামু থানাধীন চাইন্দা ছরারকুল এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইমরান হোসেন ওরফে এমরানকে গ্রেপ্তার করে।
 

ওসি আরও জানান, গ্রেপ্তার এমরানের বিরুদ্ধে ডাকাতি এবং ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলাসহ মোট ৮টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিলো।

আরও খবর

কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপিত

বুধবার ০১ নভেম্বর ২০২৩