Logo


কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপিত

রাজনগর বার্তা রিপোর্ট ::
প্রকাশিত:বুধবার ০১ নভেম্বর ২০২৩ | ১০৭জন দেখেছেন
Image

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।

দিবস উপলক্ষে বুধবার (১ নভেম্বর) সকালে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।


উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আপেল মাহমুদ ও অফিস সহকারী খাদেমুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল বাকী।

উপজেলা পরিষদ সভাকক্ষে ‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ বিষয়ক আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা সোনা মোহন বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের এসআই আবুল কালাম আজাদ, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল বাসার।

আরও বক্তব্য রাখেন- যুব সংগঠক এন আই দুদু, প্রভাষক সিপাউর রহমান চৌধুরী, অর্পণা রাণী নাথ ও মুক্তারানী দেব প্রমুখ।

সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আত্মনির্ভরশীল জাতি ও স্মার্ট যুব সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুব সমাজের বিকল্প নেই বলে উল্লেখ করেন। সভাশেষে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জনকে ২ লাখ ৯০ হাজার টাকার যুব ঋণ ও প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ যুবক-যুবতীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

আরও খবর