Logo

মৌলভীবাজার-১ আসনে তিন জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রকাশিত:মঙ্গলবার ০৯ জানুয়ারী ২০২৪ | হালনাগাদ:বুধবার ২১ ফেব্রুয়ারী ২০২৪ | ৩২৬০জন দেখেছেন
রাজনগর বার্তা রিপোর্ট ::

Image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) নির্বাচনী এলাকায় ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। এর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হন। বাকী ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
 সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে অংশগ্রহণকারী ৪ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি টানা চতুর্থবার এমপি নির্বাচিত হন।

 নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লক্ষ ৩৬ হাজার ৩০৮ ভোট। প্রতিদ্বন্ধী প্রার্থী নির্বাচন বর্জনকারী জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ০৯৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ময়নুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫২৫ ভোট ও তৃণমূল বিএনপি প্রার্থী মো: আনোয়ার হোসেন মঞ্জু সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৩৭ ভোট। নির্বাচনী এলাকায় বাতিল হয় ২ হাজার ৪৩১ ভোট। দুই উপজেলায় মোট ৩ লক্ষ ১৫ হাজার ৬৩৫ ভোটের মধ্যে ১ লক্ষ ৪৫ হাজার ৮৯৯ ভোট প্রদান করা হয়।

 জামানত রক্ষার্থে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ অর্থাৎ ১৮ হাজার ২৩৭ ভোট পেতে হয়। এ আসনে উল্লেখিত ভোট না পাওয়ায় জাতীয় পার্টি প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ময়নুল ইসলাম ও তৃণমূল বিএনপি প্রার্থী মো. আনোয়ার হোসেন মঞ্জুর জামানত বাজেয়াপ্ত হয়।


আরও খবর




এই সম্পর্কিত আরও খবর

জুড়ীতে শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

জুড়ীতে ৬৩ জনকে আসামী করে মা ম লা

শেখ হাসিনার ফাঁসির দাবিতে জুড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী নির্বাচিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

জুড়ীতে মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জুড়ীতে দেয়াল ভেঙ্গে বাড়ী দখলের চেষ্টায় গ্রেফতার - ২

মৌলভীবাজারের চারটি আসনে বৈধ প্রার্থী ২৫, বাতিল ৭জন

মৌলভীবাজার ১ ও ২ আসনে মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন, ১ জনের স্থগিত

মৌলভীবাজারের ৪ টি আসনে মনোনয়ন জমা দিলেন ৩২ প্রার্থী