মৌলভীবাজার জেলা কারাগারে এক হাজতির বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) মৌলভীবাজার জেলা কারাগারে হাজতি মোঃ রায়হান হোসেন (২৬) হাজতি নং ১৮৫৯/২২ এর সাথে লাবনী আক্তার নামের এক নারীর বিয়ে সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল আপিল নং- ৮১৯৯/২৩, স্মারক নং- ৬৭৫০৫ আদেশে সম্পন্ন হয়।
হাজতত মোঃ রায়হান হোসেন মৌলভীবাজারের কমলগঞ্জ থানার সতীঝিরগাঁও এর মৃত ছমির আলীর পুত্র। বিয়ের কনে লাবনী আক্তার কুলাউড়া থানার উচ্ছলাপাড়া গ্রামের ফারুক মিয়ার মেয়ে। হাজতি রায়হান হোসেন কুলাউড়া থানার নারী ও শিশু নির্যাতন মামলায় গত ৩০ মে ২২ইং মৌলভীবাজার জেলা কারাগারে আসে।
মৌলভীবাজার জেলা কারাগার সুপার মোঃ মুজিবুর রহমান মজুমদার জানান, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল আপিল নং- ৮১৯৯/২৩, স্মারক নং- ৬৭৫০৫ আদেশে বিয়ে পড়ানো হয়।
বিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলার মোঃ জুবায়েল হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মলি আক্তার সহ ছেলে ও মেয়ে পক্ষের লোকজন।