
মৌলভীবাজার জেলার ৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২২ জন নেতা। রবিবার পর্যন্ত দু’দিনে এসব নেতারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামী ২১ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমার তারিখ নির্ধারণ করেছে আওয়ামী লীগ। আগামী দুদিনে আরও অর্ধশতাধিক মনোনয়নপ্রত্যাশী মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন বলে জানা গেছে।
মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনে ২২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মৌলভীবাজার-১ আসনে বর্তমান সংসদ সদস্য এবং বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসাইন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগ নেতা সিপার উদ্দিন আহমদ, রুকন উদ্দিন আহমদ, এম. সাদরুল আহমেদ খান ও এ কে এম সফি আহমদ সলমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মৌলভীবাজার-৩ আসনে বর্তমান সংসদ সদস্য নেছার আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, আওয়ামী লীগ নেতা সৈয়দ রেজাউর রহমান, মো. কামাল হোসেন, আবদুল মালিক তরফদার, আবদুর রহিম শহিদ, ছয়ফুর রহমান ও মো. জিল্লুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মৌলভীবাজার-৪ আসনে মোট ৬ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ, আওয়ামী লীগ নেতা মো. রফিকুর রহমান, সৈয়দ মো. মনসুরুল হক, সোহেল আহমেদ, নবারুন দাস এবং এ এস এম আজাদুর রহমান।