পরবর্তী ৩ বছরের জন্য যুবলীগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এ কমিটি অনুমোদন দেন।
সৈয়দ রেজাউর রহমান সুমনকে সভাপতি এবং সৈয়দ সেলীম হককে সাধারণ সম্পাদক করে মৌলভীবাজার জেলা যুবলীগের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির মধ্যে ১৬ জনের আংশিক কমিটি ঘোষণা করা হয়। অপরদিকে, আবুল কাসেম চৌধুরীকে সভাপতি ও এ কে এম মইন উদ্দিন চৌধুরী সুমনকে সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ জেলা যুবলীগের ১৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিকে আগামী ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর ও ১১ অক্টোবর ২০২২ সালে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।