
মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটার মাধ্যমে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সালেহ আহমদ (স'লিপক):
সত্যের সন্ধানে প্রতিদিন স্লোগান নিয়ে প্রকাশিত বহুল প্রচারিত জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকা মৌলভীবাজার জেলা পরিবারের সদস্যদের বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় মৌলভীবাজার শহরের শাহ্ মোস্তফা বিরানী হাউজ ও চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে মৌলভীবাজার জেলা প্রতিনিধি শাহ্ মোহাম্মদ রাজুল আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চ্যানেল এস এর হেড অব নিউজ ও মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি নাট্যকার খালেদ চৌধুরী।
দৈনিক ভোরের চেতনার বিশেষ প্রতিনিধি কফিল দেব এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকার ব্যুরো প্রধান ও সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি জোসেফ আলী চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক এড. ভিক্টর পেন্টিস, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ জেলা প্রতিনিধি মশাহিদ আহমদ, দৈনিক গণমুক্তি জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার, দৈনিক খবরপত্র কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খান, দৈনিক নতুন দিন সদর উপজেলা প্রতিনিধি জুবায়ের আহমদ, দৈনিক জনবাণী প্রতিনিধি তিমির বনিক, দৈনিক ভোরের সময় প্রতিনিধি রিপন আহমদ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক আলোকিত সকাল স্টাফ রিপোর্টার এস এম ফজলু, দৈনিক বাংলাদেশ সমাচার বিশেষ প্রতিনিধি নাসরিন প্রিয়া, দৈনিক ভোরের সময় ফটো সাংবাদিক এনামুল হক আলম, জেআরটি মিডিয়া সম্পাদক জুয়েল আহমদ, মনুকন্ঠ স্টাফ রিপোর্টার সমরুজ খাঁন।
এছাড়াও দৈনিক ভোরের চেতনা শ্রীমঙ্গল প্রতিনিধি শাহাদাত হোসেন অপু, সামসুজ্জামান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কাটার মধ্যদিয়ে অতিথিবৃন্দ ও উপস্থিত সাংবাদিকরা পত্রিকার ২৫ বছর পূর্তি উদযাপন করেন।