রাজনগর বার্তা রিপোর্ট : দেশব্যাপি অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র লীগ রাজনগর ইউনিয়ন শাখার পক্ষ থেকে বিশাল মোটরসাইকেল শোডাউন করা হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) সকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৫নং রাজনগর ইউনিয়ন প্রাঙ্গণ থেকে রাজনগর সদর ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন বের করা হয়। মোটরসাইকেল শোডাউনটি স্থানীয় রাজনগর বাজার থেকে কর্ণিগ্রাম বাজার ঘুরে রাজনগর কলেজ পয়েন্টসহ রাজনগর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় শোডাউনে অংশগ্রহণকারীরা বিএনপির অবরোধের বিরুদ্ধে নানা স্লোগান দেন। শোডাউন শেষে রাজনগর বাজারে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভায় বক্তব্য রাখেন রাজনগর সদর ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, রাজনগর সরকারি কলজে ছাত্রলীগ নেতা মামুন আহমেদ ও রাকিব আহমেদ, রাজনগর সদর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রায়হান প্রমুখ
বক্তারা বলেন, বিএনপি-জামায়াত যে নৈরাজ্য সৃষ্টি করেছে তার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মাঠে আছি। আমরা রাজনগরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দিবো না। রাজনগরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা সবসময় মাঠে থাকব।