আক্তার হোসেন সাগর : মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা ২৩১.৫ বস্তা চিনি সহ একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোম্বর) রাত দেড় ঘটিকায় উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারের কামারচাক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান এর ব্যবসায়িক অফিসে অভিযান চালিয়ে ২৩১.৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয় এবং এসময় একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, উপজেলার টেংরা ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামের মৃত সুজন উল্ল্যার ছেলে মো: মছকন মিয়া।
এ ঘটনায় কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও মছকন মিয়ার নাম উল্লেখ করে আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামী দিয়ে বিশেষ ক্ষমতা আইনে রাজনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ মুবাশ্বির বলেন, চোরাচালানসহ সব ধরনের অপরাধ প্রবনতা হ্রাসে থানা পুলিশ কাজ করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ্যভাবে আনা ২৩১.৫ বস্তা ভারতীয় চিনিসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।আসামীকে যথাযথ পুলিশ প্রহড়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আটক একজনসহ ২/৩ জন আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।