
আক্তার হোসেন সাগর : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপগুলোতে নিরাপত্তায় নিয়োজিত আনসার ও ভিডিপির সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য দিক নির্দেশনামূলক ব্রিফিং অনু্ষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলা আনসার ও ভিডিপি অফিসের আয়োজনে রাজনগর থানা প্রঙ্গনে উপজেলায় ১৩৮ টি পূজা মন্ডপে দায়িত্বরত ৮৩৪ জন আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের নিয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কান্তি দেব এর সভাপতিত্বে ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মোঃ মোতালিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমান, রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়।