মৌলভীবাজারের রাজনগরে ৯দিন ব্যাপী ছাগল ও ভেড়ার প্রাণঘাতি সংক্রামক পিপিআর রোগ মুক্তকরণের টিকাদান কর্মসূচী আগামীকাল (৩০ সেপ্টেম্বর) থেকে শুরু হবে। উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ভ্যাকসিনেশন ক্যাম্পের মাধ্যমে এ বছর ২০-২৫ হাজার ছাগল, ভেড়াকে প্রাণঘাতি সংক্রামক রোগ পিপিআর মুক্তকরণের টিকাদান কর্মসূচি আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল জানান, টিকাদান কর্মসূচি সফল করার জন্য উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, এ আই টেকনিশিয়ান, স্বেচ্ছসেবীরা দায়িত্ব পালন করছেন। এ কর্মসূচী শুরু হওয়ার পূর্বে টিকাদান কর্মসূচি ক্যাম্প, সময় ও টিকাদানের তারিখ নির্ধারণ করে মাইকিং করা হয়। যাতে ছাগল ও ভেড়ার মালিকরা নির্দিষ্ট সময়ের মধ্যে ভ্যাকসিনেশন ক্যাম্পে ছাগল ভেড়াকে টিকা দিতে পারেন।