Logo

রাজনগরে কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ | ৫৫৫জন দেখেছেন
রাজনগর বার্তা রিপোর্ট ::

Image

আক্তার হোসেন সাগর : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও  বীজ  বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল)  বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে উপজেলার ২৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

রাজনগর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সুপ্রভাত চাকমার সভাপতিত্বে  ও উপসহকারী কৃষি অফিসার শিপলু কুমার সিংহের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -৩ (সদর-রাজনগর)  আসনের সংসদ সদস্য ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মনসুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমান, রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমেদ তায়েফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরজান আহমদ প্রমুখ। 

স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল- আমিন।  

কৃষি ভর্তুকির প্রণোদনা হিসেবে রাজনগর ইউনিয়নে ৩৫০ জন, টেংরা ইউনিয়নের  ৪০০ জন, কামারচাক ইউনিয়নে ৪০০ জন,  মনসুরনগর ইউনিয়নে ৪০০ জন, মুন্সিবাজার ইউনিয়নে ৪০০ জন, উত্তরভাগ ইউনিয়নে ৪০০ জন, পাঁচগাঁও ইউনিয়নে ৩৫০ জন, ফতেপুর ইউনিয়নে ১০০ জন কৃষক কে ২০২৪-২০২৫ মৌসুমে আউশ ধানের বীজ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ৫ কেজি বীজ ও ১০ কেজি করে ডিওপি ও) ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।


আরও খবর




এই সম্পর্কিত আরও খবর

রাজনগরে বিশ্ব টিকাদান সপ্তাহ ২০২৪ উপলক্ষে র‍্যালী

রাজনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন যারা

রাজনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত

রাজনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী ১৮ এপ্রিল

রাজনগরে গণহত্যা দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

রাজনগরে গণহত্যা দিবসের আলোচনা সভা

রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খানের জন্মদিন পালন

রাজনগরে মতলিব মেহেরজান পারিবারিক ফাউন্ডেশন এর ইফতার ও সাহরী সামগ্রী বিতরণ

রাজনগরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

তৃতীয়বারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য হলেন শহীদ বকস