Logo

সিলেটে তফসিল প্রত্যাখ্যান করে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | ১২৩০জন দেখেছেন
সিলেট প্রতিনিধি ::

Image

জনতার দাবি না মেনে তড়িঘড়ি করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দেয়া এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি।
 

বৃহস্পতিবার বিকেলে নগরীর পেপার পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওসমানী শিশু পার্কের সামনে গিয়ে শেষ হয়।
 


মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে  গণতন্ত্র নেই, কথা বলার স্বাধীনতা নেই, মানুষ ভোট দিতে পারে, দিনের ভোট রাতে দেয়া হয়। শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ নির্বচারে গুলি করে গণতন্ত্রকামী জনগণকে হত্যা করে, মানুষ বাড়ি ঘরে ঘুমাতে পারে না। এমন পরিস্থিতিতে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন আরেকটি ভোট ডাকাতির প্রস্তুতি নিয়ে কতিত নির্বাচনের তফসিল ঘোষনা করেছে। যা দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। দেশে বিরাজমান এই সংকটময় পরিস্থিতিতে এই সরকার ও সরকারের আজ্ঞাবহ এই নির্বাচন কমিশনের অধিনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। অবিলম্বে সংসদ ভেঙ্গে দিয়ে ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোন গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।
 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদি, নজিবুর রহমান, সৈয়দ মঈনুদ্দিন সুহেল, মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক হাসান আহমদ পাটওয়ারী প্রমূখ।


আরও খবর




এই সম্পর্কিত আরও খবর

সিলেটের শাহপরাণ মাজারে বন্ধ হলো গান-বাজনা

সিলেটে সীমিত আকারে খুলেছে ভারতীয় ভিসা সেন্টার

ওসমানী মেডিকেলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

সাংবাদিক এ টি এম তুরাব হত্যাকারীদের ধরতে ৪৮ ঘণ্টার সময়সীমা

জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক (রা.) সিলেটের ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ওসমানী বিমানবন্দর থেকে আ. লীগ নেতা জামিল ও শামীম আটক

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের ডিসি প্রত্যাহার

সিলেটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা

আওয়ামী লীগের ৮১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বনাথে আওয়ামী লীগ নেতাকে কু পি য়ে প্রাণ নিলো দু র্বৃ ত্ত রা