Logo

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ পরোয়ানাভুক্ত চার জন গ্রেফতার

প্রকাশিত:শুক্রবার ২৫ আগস্ট ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | ২০০০জন দেখেছেন
রাজনগর বার্তা রিপোর্ট ::

Image

মো:আমিনুল ইসলাম আল আমিন : মৌলভীবাজার জেলার  শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো:জাহাঙ্গীর হোসেন সরদার, এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মো:আমিনুল ইসলাম এর, সার্বিক সহযোগীতায় এসআই/মোঃ কামরুল ইসলাম, এ এসআই/ জীবন বাকতি, সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ২৩/০৮/২০২৩ইং তারিখ দিবাগত রাতে এবং ২৪/০৮/২০২৩ইং তারিখ সকাল বেলা, অভিযান পরিচালনা করিয়া  ধর্ষণ মামলার ০১জন, পরোয়ানাভুক্ত ০২জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ০১ জনসহ মোট ০৪জন আসামীকে গ্রেফতার করেন। 


গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ ধর্ষণের ঘটনায় শ্রীমঙ্গল থানায় রুজু হওয়া মামলা নং-২৩(০৮)২০২৩এর এজাহারনামীয় আসামী

 ১। আলা উদ্দিন শিপন (২৮), পিতা-লিয়াকত মিয়া, স্থায়ী: গ্রাম-কালেঙ্গা, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার, পারিবারিক সহিংসতা ০৪/২৩ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামী ২। আবির চান, পিতা-মৃত মারফত আলী, ৩। আফসর খা, পিতা-মৃত মনু খা, উভয় সাং-আঐ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, পুলিশ আইনের ৩৪ধারায় গ্রেফতারকৃত আসামী ৪। মোঃ শামীম তরফদার, পিতা-মৃত আঃ গনি তরফদার, সাং-রামপাশা, থানা-কমলগঞ্জ,জেলা-মৌলভীবাজার।


আরও খবর