Logo


শ্রীমঙ্গলে চোলাই মদসহ ৩জন এবং পরোয়ানাভুক্ত ২ ও নিয়মিত মামলার ১জনসহ গ্রেফতার ৬

রাজনগর বার্তা রিপোর্ট ::
প্রকাশিত:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৭৩জন দেখেছেন
Image
সালেহ আহমদ (স'লিপক) : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৫১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ৩জন এবং পরোয়ানাভুক্ত ২ ও নিয়মিত মামলার ১জনসহ মোট ৬জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের দিক নির্দেশনায় এসআই রাকিবুল হাছান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদেরকে গ্রেফতার করা হয়।

আসামীরা হলো- ১। মিলন কালিন্দী ওরফে লিলন (২৬), পিতা-মৃত দেবদাস কালিন্দী, ২। রঘু নায়েক (৫০), পিতা-মৃত গনন নায়েক, ৩। রাধেশ্যাম রবিদাস (৪৫), পিতা-মৃত পেটলা রবিদাস, সর্ব সাং-জাগছড়া চা বাগান, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার। তাদেরকে ৫১০ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ জাগছড়া চা বাগান হতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

অন্যান্য আসামীরা হলো- ৪। বিষ্ণু প্রধান, জিআর-৪৯/২৩ (শ্রী:) এর পরোয়ানাভুক্ত আসামী, ৫। জুয়েল আহমদ, সিআর-৩৯৬/২৩ (শ্রী:) মামলার পরোয়ানাভুক্ত আসামী এবং ৬। তৌহিদুর রহমান মোস্তাকিন, শ্রীমঙ্গল থানার মামলা নং-১৯(১১)২০২৩ এর এজাহারনামীয় আসামী।

সকল আসামীদের রবিবার (১৯ নভেম্বর) পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আরও খবর